বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঝড়ে বসত ঘরের উপর গাছ চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতের ওই নারীর নাম ছকিনা বেগম (৫৫)। তিনি ওই এলাকার মৃত আলিমুদ্দিনের মেয়ে।
এলাকাবাসী জানায়, রোববার রাতের খাবার খেয়ে ছকিনা বেগম নিজ বসতবাড়ির শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৪ চারটার দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড়ে ছকিনা বেগমের বসত ঘরের পাশে থাকা বেল গাছ ঘরের উপর পড়ে যায়। দুমড়ে মুচড়ে যায় ছকিনা বেগমের শয়ন ঘরটি। গাছ চাপায় ঘুমন্ত ছকিনা বেগমের মাথায় প্রচন্ড আঘাতের ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গাছ চাপা পড়ে নারীর মৃত্যুর সত্যতা পেয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।