ঢাকা, সোমবার, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নান্দাইলে উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
কলাপাড়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
দুমকিতে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে পরকিয়ার ফাঁদে জড়িয়ে অর্থ আদায়ের অভিযোগ
আখাউড়ায় শিশুকে মারধর, চুরির অপবাদে চুল কাটা হলো দুই নারীর
বকশীগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ শুভযাত্রা উদযাপন
মেলান্দহে শশুরের বিরুদ্ধে পুত্রবধুকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ
পাঁচবিবিতে মাওঃ আব্দুল ওয়াদুদের সংবাদ সম্মেলন
মানিক মিয়া অ্যাভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠানে চার স্তরের নিরাপত্তা
“ধর্মীয় লেবাসে প্রতারণা! ইসলামকে ঘিরে একের পর এক বিস্ফোরক অভিযোগ”
বোয়ালমারীতে উদযাপিত হলো শুভ নববর্ষ
নড়াইলে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
মোরেলগঞ্জে বর্ণিল আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা
নানা আয়োজনে ফরিদপুরে বাংলা বর্ষবরণ
নাটোরে সরিষার তেলের মিলে বিএসটিআই’র অভিযান : মামলা ও জরিমানা
অসময়ে ব্রহ্মপুত্র ন‌দের তীব্র ভাঙ‌ন

চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তায় অবহেলা পাওয়া গেলে ব্যবস্থা: র‍্যাব ডিজি

ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়ে যাওয়ার ঘটনায় চারুকলায় নিরাপত্তায় দায়িত্বে থাকাদের কোনো ঘাটতি ছিল কিনা তা অনুসন্ধান করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। যদি নিরাপত্তার দায়িত্বে থাকাদের কোনো অবহেলা পাওয়া যায়,তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

রবিবার (১৩ এপ্রিল) সকালে রমনা বটমূলে ‘বাংলা নববর্ষ-১৪৩২ উৎসব উদযাপনে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা’ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়ে যাওয়ার বিষয় এক প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন,যে ঘটনাটি ঘটেছে তার তদন্ত হবে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা এও খতিয়ে দেখছি যে, এখানে আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের কোন ঘাটতি ছিল কিনা সেটা অনুসন্ধান করে দেখা হচ্ছে। যদি সেরকম কিছু পাওয়া যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে এ কে এম শহিদুর রহমান বলেন,পহেলা বৈশাখে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব কর্তৃক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নববর্ষ আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও আমরা এই অনুষ্ঠানটি উৎসাহ উদ্দীপনা আনন্দঘন পরিবেশে উদযাপন করবো। এজন্য র্যাব ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল,চেকপোস্ট,অবজারভেশন টাওয়ার এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে৷ আমরা অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে এই অনুষ্ঠানটি যাতে সুন্দরভাবে করা যায় তার সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।

তিনি আরো বলেন,এই অনুষ্ঠান আজকে থেকে শুরু হতে যাচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানে একটি ব্যান্ড শো আছে আজকে। কাল সকাল থেকে ঢাকা শহরে বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান হবে। মূল অনুষ্ঠান থাকবে রমনা বটমূলে। এরপর চারুকলা কর্তৃক আনন্দ শোভাযাত্রা করা হবে। রবীন্দ্র সরোবর দিনব্যাপী অনুষ্ঠান আছে। মানিক মিয়া অভিনিউতে বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান আছে। এছাড়া ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান উদযাপিত হবে। আমরা সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আশা করি এই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হব।

তিনি আরো বলেন,আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করছি,যাতে সাইবার ওয়ার্ল্ডে এই অনুষ্ঠানের বিষয়ে কেউ অপপ্রচার চালাতে না পারে। এই অনুষ্ঠানের ব্যাপক জনসমাগম হয়।

সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি মা,বোন,শিশু ও বয়স্কদের নিরাপত্তার দিকে আমরা বিশেষ নজর রাখবো। যাতে কোন প্রকার কোন ইভটিজিং না হয়, সেদিকেও আমাদের সতর্ক সৃষ্টি থাকবে।

এই সময় তিনি সাধারণ জনগণের প্রতি র‍্যাবকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন,আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে চাই। আমরা আমাদের নিরাপত্তা বলয় বিস্তৃত করবো সব জায়গায়। যাতে সুন্দরভাবে এই অনুষ্ঠানটি করা সম্ভব হয়।

নিরাপত্তা ঝুঁকির বিষয়ে তিনি বলেন,অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মাথায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছিল। তখনও নিরাপত্তার প্রশ্ন এসেছিল। পূজা হবে কিনা এই নিয়ম সংশয় ছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়। আমরাও হিন্দু ধর্মের নেতৃস্থানীয় যারা আছেন,তাদের সঙ্গে আলাপ আলোচনা করি, তাদেরকে আশ্বস্ত করি। তার প্রেক্ষিতে এ বছর খুব সুন্দরভাবে পূজা উৎসবটি সম্পন্ন হয়েছে আনন্দঘন পরিবেশে এবং নিরাপত্তার দিক থেকে কোন ধরনের সমস্যা হয়নি। এরপর যতগুলো অনুষ্ঠান হয়েছে যেমন বিজয় দিবস,বড়দিন, ইংরেজি নববর্ষ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, রমজান ও ঈদ সবগুলোই আমরা যথাযথভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে। আমার মনে হয় পূর্ববর্তী যেকোনো বছরের তুলনায় এবারের সবগুলো অনুষ্ঠান নিরাপত্তার দিক দিয়ে বলেন, আনন্দ উৎসাহের দিক দিয়ে বলেন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। একই ধারাবাহিকতায় আমরা নববর্ষের অনুষ্ঠানটিও সুন্দরভাবে সম্পন্ন করতে পারব বলে আশা করি।

রমনা বটমূলে নিরাপত্তার বিষয়ে তিনি বলেন,ভেতর আমাদের ফুট পেট্রোল থাকবে,সাদা পোশাকে নজরদারি থাকবে,রাস্তায় আমাদের মোটরসাইকেল গাড়ির টহল থাকবে। এই ভ্যালুটিকে আমরা সুইপিং করব। আমাদের ডগ স্কোয়াড আছে বোম ডিসপোজাল ইউনিট আছে। সর্বপ্রকার প্রস্তুতি আমরা নিয়েছি এবং নিরাপত্তা জনিত কোন সমস্যা হবে না বলেই আমরা আশাবাদী।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ