
জহিরুল ইসলাম ঝিকরগাছা যশোর প্রতিনিধি:যশোরের ঝিকরগাছায় দিগদানা নগর গ্রামে মাছের ঘের থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বাঁকড়া ইউনিয়নের দিগদানা নগর গ্রামের বাসিন্দা মোঃ আকবর আলী (৬০) তার নিজস্ব মাছের ঘেরে পানি সেচে মাছ ধরার সময় এই অস্ত্রটি পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সারাদিন পানি সেচে, মাছ ধরা চলাকালে হঠাৎ করে মোঃ সিয়াম হোসেন (১২), পিতা মনিরুল ইসলাম, একই গ্রামের বাসিন্দা, কাদার ভেতরে একটি শপিং ব্যাগের মতো কিছু দেখতে পায়। ব্যাগটি খুলে দেখা যায় পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, ম্যাগাজিন এবং গুলি রয়েছে। বিষয়টি বাঁকড়া তদন্ত কেন্দ্রে জানানো হয়।
সংবাদ পেয়ে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও গুলিটি জব্দ করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।