
নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হক ও সদস্য সচিব ডঃ রফিকুল ইসলাম হিলালীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ এর নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দ।
শনিবার (১২ এপ্রিল) সন্ধায় আহব্বায়কের নিজ কার্যালয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা এবং কমিটির তালিকা হস্তান্তর করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ এর নেত্রকোনা জেলা কমিটির আহ্বায়ক শেখ এ.কে.এম. শহীদুল ইসলাম ছোটন এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমান খান পন্নী খোকন।
এসময় নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব শহীদ জিয়া স্মৃতি সংসদ এর জেলা কমিটির সকল সদস্যকে আন্তরিকভাবে অভিনন্দন জানান এবং শহীদ জিয়ার আদর্শ এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আন্তরিকতার সহিত কাজ করার পরামর্শ প্রদান করেন।
এছাড়াও এসময় জেলা বিএনপি ও শহীদ জিয়া সংসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মি বৃন্দ উপস্থিত ছিলেন।