
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য “হ্যামিলিওন বাঁশিওয়ালা খ্যাত”, আখাউড়া-কসবা ৪ আসন থেকে বিএনপি মনোনয়ন প্রার্থী হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতাশিত আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা বাসুদেব ইউনিয়ন বরিশল নিজ গ্রামের বাড়িতে ১২/০৪/২০২৫শনিবার সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ পূর্ণমিলনে আয়োজন করেন যা নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির জন্য একটি ইতিহাস হয়ে থাকবে বলে মনে করেন অনেকে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ হাজী মুস্তাক মিয়া, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া, প্রদান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক এড,এম এ মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ সদস্য সচিব ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, বেলাল উদ্দিন সরকার তুহিন অন্যতম সদস্য জেলা বিএনপি। এ সময় আরো উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি তাজুল ইসলাম সহ জেলা বিএনপি ১৪ ইউনিট অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।