প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৪, ২০২৫, ৫:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৫, ১:২০ পূর্বাহ্ণ
আত্রাইয়ে শিক্ষক ছনি সরকারের আয়োজনে গাজায় নির্মম গণহত্যার প্রতিকার চেয়ে দোয়া

নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছনি সরকারের আয়োজনে শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে বান্দাই খাড়া হাফিজিয়া মাদ্রাসায় গাজায় নির্মমভাবে গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে মহান আল্লাহুর কাছে দোয়ার মাধ্যমে প্রতিকার চেয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করেন। এ সময় ছনি সরকার গাঁজা বাসীর স্মরনার্থে এবং আল্লাহুর সাহায্য কামনায় উক্ত মাদ্রাসায় পবিত্র আল-কোরআন এবং বিভিন্ন ধর্মগ্রন্থ উপহার দেন। দোয়া মাহফিলে হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর সুপার সহ অত্র মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বান্দাইখাড়াখাড়া উচ্চ বিদ্যালয়ের ইসলাম ধর্মের শিক্ষক হাবিবুল্লাহ, বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজের লাইব্রেরিয়ান জহরুল ইসলাম, প্রতিভা কিন্টারগার্ডেন স্কুলের সহকারী শিক্ষক বাদশা সহ আরো অনেকে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.