প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৪, ২০২৫, ৮:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ণ
হোমনায় চারকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

কুমিল্লার হোমনা উপজেলার চারকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক নাছিমা বেগমের বিদায় সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) উপজেলার আছাদপুর ইউনিয়নের চারকুড়িয়া যুব সমাজের আয়োজনে বিদ্যালয় সংলগ্ন মাঠে দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে ব্যবসায়ী ও সমাজ সেবক সরকার শাহজালাল সাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার খাদিজা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি অধ্যাপক সেলিনা রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ ইকবাল হোসেন প্রধান, ব্যবসায়ী সাগর শাহ আলম বাবু, সাবেক ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, আছাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শিব্বির আহম্মেদ, ব্যবসায়ী এনামুল হক সরকার প্রমুখ।
এছাড়াও অত্র বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য বিশেষ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যৎ প্রজন্মকে সামনে এগিয়ে নিতে হলে শিক্ষার গুরুত্বপূর্ণ অপরিসীম। তোমাদের কে দায়িত্বশীল হিসেবে গড়ে তুলার জন্য শিক্ষার কোন বিকল্প নেই, ছোট থেকেই তোমাদের কে সুশিক্ষায় বিকাশিত করতে হবে। এছাড়াও শিশুরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা করতে হবে।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সাবেক শিক্ষক নাছিমা বেগম কে বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.