
দুষ্কৃতির সাথে জড়িতের অভিযোগে দক্ষিণখান থানা আওয়ামীলীগের ৪৯ নং ওয়ার্ডের সহ-সভাপতি ইসমাইল চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার(১২ এপ্রিল) দুপুরে ডিবির উত্তরা বিভাগের সদস্যরা তাকে গ্রেফতার করে।
এদিন সন্ধ্যায় ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়া গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,আজ দুপুরে দক্ষিনখানের গাওয়াইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়ে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ১ টি বৈষম্যবিরোধী মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিআই/এসকে