প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৫, ৮:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৯:০১ অপরাহ্ণ
ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় যুবতী সহ আটক-৩

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় এক যুবতী সহ তিন জনকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১১ এপ্রিল) রাত ১০ টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যে ও বাংলাদেশের সীমান্তবর্তী মাধবপুর উপজেলার সন্তোষপুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় এক যুবতী সহ তিন জনকে আটক করা হয়।
বিজিবি সুত্রে জানা যায়, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপি'র একটি টহল দল তাদেরকে আটক করেন।
আটককৃত ব্যাক্তিরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার উত্তর সিংহগ্রাম এর সুরেশ শাহাজী এর ছেলে পরিমল শাহাজী(৩৩) ও কিরমোহন শাহাজী এর ছেলে সন্তোষ শাহজী(২৫) এবং গোয়ালনগর গ্রামের উষা রঞ্জন সরকার এর মেয়ে বিপাশা সরকার (১৮)।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মুহাম্মদ ইমতিয়াজ এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর প্রকৃয়াধীন আছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.