
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রা উদ্যাপনের জন্য বানানো দুটি মোটিফে আগুনের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। মামলায় ছাত্রলীগের অজ্ঞাত নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসার মোহাম্মদ আমানুল্লাহ বাদী হয়ে এই মামলাটি করেন।
খালিদ মনসুর বলেন,চারুকলায় মোটিফে আগুনের ঘটনায় মামলা হয়েছে। আমরা তদন্ত করছি।
মামলার বাদী অভিযোগ করেছেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ, যুবলীগ, সরকার কর্তৃক নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগসহ আওয়ামীলীগের সহযোগী অঙ্গ-সংগঠনের অজ্ঞাতনামা আসামীরা মানুষের মধ্যে ভীতি সঞ্চারের জন্য এ জাতির ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস, পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ এর শোভাযাত্রা বানচালসহ দেশকে অস্থিতিশীল করতে শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দক্ষিণ পার্শ্বের গেট সংলগ্ন জায়গায় স্থাপিত প্যান্ডেলে প্রবেশ করে প্যান্ডেলের ভিতরে নির্মিত বিভিন্ন ধরনের প্রতিকী মোটিভের মধ্যে দানবীয় ফ্যাসিস্টের প্রতিকী মোটিভটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম প্যান্ডেলের ভিতর আগুন দেখে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে আসামীরা দ্রুত পালিয়ে যায়। ডিউটিরত থানা পুলিশসহ প্রক্টোরিয়াল টিম আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দানবীয় ফ্যাসিস্টের প্রতিকী মোটিভটি সম্পূন্নভাবে এবং পাশে থাকা শান্তির প্রতিক কবুতরের মোটিভটি বেশিরভাগ অংশ পুড়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, চারুকলায় পুড়ে যাওয়া মোটিফে এক যুবককে আগুন দিতে দেখা গেছে। সিসিটিভি ফুটেজে কালো টি-শার্ট পরিহিত ওই যুবক আগুন দিয়ে পালিয়ে যায়।
ডিআই/এসকে