ঢাকা, রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রামু-নাইক্ষ্যংছড়িতে ডাকাত দলের গোলাগুলিতে আহত-৩ 
নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের সাথে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সৌজন্য সাক্ষাৎ 
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার আয়োজনে ঈদ পূর্ণমিলনী
আত্রাইয়ে শিক্ষক ছনি সরকারের আয়োজনে গাজায় নির্মম গণহত্যার প্রতিকার চেয়ে দোয়া
হোমনায় চারকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত  
গর্জনিয়া বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে মুফতি আমির হামজা
নওগাঁয় অর্থের বিনিময়ে পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারনা, ২ প্রতারক আটক 
পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রায় ডিএমপির নির্দেশনা
দক্ষিণখান থানা আ.লীগ নেতা ইসমাইল চৌধুরী গ্রেফতার
রাশিয়া-ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় যুবতী সহ আটক-৩
চট্টগ্রামে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ মিছিল
মোহাম্মদপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার
চারুকলায় আগুনের ঘটনায় ছাত্রলীগের অজ্ঞাত নেতা-কর্মীদের নামে মামলা
মোহাম্মদপুর থেকে দুই ডাকাত গ্রেফতার

মোহাম্মদপুর থেকে দুই ডাকাত গ্রেফতার

আন্তঃজেলা ডাকাতি ও ছিনতাইয়ে জড়িত একটি চক্রের প্রধান মো. বিল্লু মিয়ার সহযোগী ও ডাকাতদলের গুরুত্বপূর্ণ ২ সদস্যকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

এসময় তাদের কাছ থেকে রাজধানীর আদাবর ও ডেমরা থানা এলাকা থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

শনিবার (১২ এপ্রিল) র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- মো. রাজা ওরফে রাজু (৩৮) ও মো. কামাল (৩২)।

খান আসিফ তপু বলেন, সাম্প্রতিক সময়ে সিএনজি-অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা গণমাধ্যমে প্রকাশ পেলে র‌্যাব-২ অভিযান চালিয়ে ডাকাত দলনেতা বিল্লু ও তার ৩ সহযোগীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে। চক্রের অন্য সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় ডাকাতদলের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

তিনি বলেন, আজ (১২ এপ্রিল) মো. রাজা ওরফে রাজুকে (৩৮) আদাবর থানা এলাকা থেকে এবং ডেমরা থানা এলাকা থেকে মো. কামালকে (৩২) গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ডাকাতি, অস্ত্র, মাদক ব্যবসা ও সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই চক্রে জড়িত।

এসময় গ্রেফতারদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ফোল্ডিং চাকু, ১টি ৫ হাজার ভোল্ট ইলেক্ট্রিক ট্রেজারগান, ৪টি ব্যাটারিচালিত অটোরিকশা, ১টি মটরসাইকেল ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ