প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৫, ১১:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৬:১০ অপরাহ্ণ
বেতাগীতে জলবায়ু ন্যায়বিচার দাবিতে তরুণদের ৫ টি সংগঠনের ধর্মঘট

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচারের দাবিতে বরগুনার বেতাগীতে তরুণদের শান্তিপূর্ণ ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকাল ১২ টা থেকে বেলা ১ টা পর্যন্ত গ্রীন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে বেতাগীর বিষখালী নদীর তীরে বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।
বেতাগীর স্থানীয় তরুণদের সামাজিক, সংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী ৫ টি সংগঠন সংহতি প্রকাশ করে একযোগে এ কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জলবায়ু ক্ষতিগ্রস্ত বেতাগীসহ দক্ষিণাঞ্চলের জন্য আন্তর্জাতিক সহায়তা ও কার্বন নিঃসরণে দায়ী দেশগুলোর জবাবদিহিতা দাবি করেন।
গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি এর প্রতিনিধি শিক্ষার্থী ইশরাত মোহেজাবিন বিন্তির সঞ্চালনায় , দুর্বার ইয়ুথ নেটের লিডার নিঝুম, গ্রীন পিস ইয়ুথ সোসাইটির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মুন্না, সদস্য মো তৌহিদ হোসেন, মো আরিফ হোসেন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার পাবলিক রিলেশন অফিসার মো আরিফুল ইসলাম, স্কাউটার জুনায়েদ কভীর মুবিন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, বেতাগী সহ বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলো জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে রয়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার কারণে কৃষি, বাসস্থান ও জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।
তারা আরও জানান, আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের সরাসরি ক্ষতিপূরণ ও টেকসই অভিযোজন কার্যক্রমে বিনিয়োগ নিশ্চিত করতে হবে।
বক্তৃতা শেষে পাঁচ মিনিটের জন্য প্রতীকী সড়ক অবরোধ করে শান্তিপূর্ণ ধর্মঘট পালনের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.