ঢাকা, সোমবার, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
“ধর্মীয় লেবাসে প্রতারণা! ইসলামকে ঘিরে একের পর এক বিস্ফোরক অভিযোগ”
বোয়ালমারীতে উদযাপিত হলো শুভ নববর্ষ
নড়াইলে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
মোরেলগঞ্জে বর্ণিল আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা
নানা আয়োজনে ফরিদপুরে বাংলা বর্ষবরণ
নাটোরে সরিষার তেলের মিলে বিএসটিআই’র অভিযান : মামলা ও জরিমানা
অসময়ে ব্রহ্মপুত্র ন‌দের তীব্র ভাঙ‌ন
আনন্দ শোভাযাত্রা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৯ চোরাচালান শ্রমিককে আটক করেছে বিজিবি
সরকারি জায়গায় প্রভাবশালীর ৬ পাকাস্থাপনা দোকান নির্মান, আংশিক উচ্ছেদ ভ্রাম্যমান আদালত
তানোরে শীষ মোহাম্মদের কবর জেয়ারত করলেন এমপি প্রার্থী সুলতানুল ইসলাম তারেক
নগরীর জলাবদ্ধতা নিরসনে সম্মিলিতভাবে কাজ করতে হবে:- চসিক মেয়র ডা. শাহাদাত
পাঁচবিবিতে হাকিম মণ্ডলকে অবমাননার প্রতিবাদে মানববন্ধন
যাত্রাবাড়ীতে ১০৫০০ ইয়াবাসহ আটক ৪
ফের ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের এডির দায়িত্বে মেহেদী হাসান

ঝালকাঠিতে প্রতিবন্ধী পরিবার উচ্ছেদ: ঘর দখল, মালামাল লুটের অভিযোগে তোলপাড়

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের উদচড়া গ্রামে এক প্রতিবন্ধী পরিবারের ঘরবাড়ি জোরপূর্বক দখল এবং মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরবেলা। এ ঘটনায় ওই পরিবারের পক্ষ থেকে মো. বেল্লাল মৃধা গত বুধবার (৯ এপ্রিল) ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, সামছুল হক মৃধার পুত্র শহিদ মৃধা, তার ছেলে আল আমিন মৃধা, মো. আবু বক্কর মৃধা, মো. নুরুনবী মৃধা, শহিদের কন্যা কুলসুম ও স্ত্রী ফুলসোনা বেগম পূর্বপরিকল্পিতভাবে ঘরে ঢুকে বসবাসরত প্রতিবন্ধী পরিবারের সদস্যদের জোরপূর্বক ঘর থেকে বের করে দেয়। ঘরের মালামাল বাইরে ছুড়ে ফেলে দিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেয় এবং ঘরটি দখলে নেয়।

বাদী বেল্লাল মৃধার দাবি, তিনি ২০০১ সালের ১৩ সেপ্টেম্বর ১৪ শতাংশ জমিসহ একটি টিনশেড ঘর ৫০ হাজার টাকায় কিনে নেন। এ সংক্রান্ত একটি চুক্তিপত্রে দুই পক্ষ স্বাক্ষর করলেও জমিদাতা সামছুল হকের মৃত্যুজনিত কারণে রেজিস্ট্রি সম্পন্ন করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে প্রায় ১৪ বছর আগে তিনি আদালতে মামলা দায়ের করেন। মামলার তদন্তের জন্য ৯ এপ্রিল উকিল কমিশনের সরেজমিনে পরিদর্শনের কথা থাকায় তার আগেই বিবাদীপক্ষ ঘর দখলে নেয় বলে অভিযোগ।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি ও প্রতিবেশী সৈয়দ হুমায়ূন কবীর বলেন, “আমি নিজে সালিশে বসেছিলাম, কিন্তু বিবাদীরা কোনো সালিশ মানেনি। তারা যে কাজ করেছে তা অমানবিক ও অমানুষিক। প্রতিবন্ধী শিশু নিয়ে একটি পরিবার আজ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে—এটা খুবই হৃদয়বিদারক।”

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, “অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের বাসিন্দা প্রতিবন্ধী পরিবারের ওপর এই ধরনের হামলা ও দখলের ঘটনা নিঃসন্দেহে সামাজিক মূল্যবোধ ও মানবাধিকারের চরম লঙ্ঘন। দ্রুত বিচার ও পুনর্বাসনের দাবি জানাচ্ছেন এলাকাবাসী।

শেয়ার করুনঃ