
শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ ।
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যার দিকে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে ধর্মঘর ইউপির বীর সিংহপাড়া গ্রাম থেকে ধর্ষক রুহুল আমিন (৬০)কে গ্রেফতার করেন ।
গ্রেফতারকৃত রুহুল আমিন বীর সিংহপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ।
ধর্ষিতার মা এ বিষয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন । মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ৮ এপ্রিল রাত ১০ টার দিকে প্রতিবন্ধী যুবতীর বাবা-মা মেয়েকে ঘরে একা রেখে পাশের ঘরে যান । এই সুযোগে রুহুল আমিন ঘরে প্রবেশ করে ওই প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করেন ।মেয়ের চিৎকার শুনে মা বাবা ছুটে এলে রুহুল আমিন পালিয়ে যায় ।থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ভুক্তভোগীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে । ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা করানোর জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।