
লক্ষ্মীপুরে কোমরে বেঁধে অভিনব কৌশলে ইয়াবা পাচারকালে ১০ হাজার পিস ইয়াবাসহ পেশাদার মাদক পাচারকারী মো.হাবিব উল্লাহকে (৫৩) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গতকাল রাতে লক্ষ্মীপুর সদর থানাধীন জকসিন পশ্চিম বাজারস্থ যমুনা হাই ডিলাক্স ট্রান্সপোর্ট লিঃ নামের একটি বাস থেকে এসব মাদকসহ হাবিবকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়।
শনিবার(১২ এপ্রিল) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সুরকার শুভ এসব তথ্য জানান।
তিনি জানান,লক্ষ্মীপুর সদর থানাধীন জকসিন পশ্চিম বাজারস্থ মেসার্স খোরশেদ আলম এ্যান্ড ব্রাদার্স এর দক্ষিণ পার্শ্বে লক্ষ্মীপুর-নোয়াখালী প্রধান সড়কের উপর লক্ষ্মীপুরগামী যমুনা হাই ডিলাক্স ট্রান্সপোর্ট লিঃ নামীয় বাসে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ হাবিব উল্লাহ (৫৩) নামের পেশাদার ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
কে এই হাবিব উল্লাহ?
গ্রেফতারকৃত আসামী মো.হাবিব উল্লাহ কক্সবাজারের রামু উপজেলার একজন পেশাদার মাদক পাচারকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়, কক্সবাজারের টেকনাফ থেকে সে নিজেই ইয়াবা সংগ্রহ করে নোয়াখালী-লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের নিকট পৌঁছে দিত। ইতোপূর্বে আসামী বিপুল পরিমাণ ইয়াবাসহ চট্টগ্রাম,বরিশাল ও ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিকট গ্রেফতার হয়। পরে জামিনে বেড়িয়ে এসে পুনরায় মাদক পাচারে জড়িয়ে পড়ে।
যেভাবে অভিযান
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,নোয়াখালী এর সদস্যগণ বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে অবস্থান নেয়। এসময় আসামী মো.হাবিব উল্লাহ কৌশলে সদস্যের ফাঁকি দিতে সক্ষম হলেও পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, লক্ষ্মীপুরের সহায়তায় আসামীকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার জকসিন এলাকায় লক্ষ্মীপুরগামী যমুনা হাই ডিলাক্স বাস থেকে ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে নোয়াখালী এর উপপরিদর্শক তাজবীর আহাম্মদ বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
ডিআই/এসকে