
আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে হটাৎ করে টাকা দাবী করে এক যুবককে জোর করে মটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া মিথ্যা মামলা ও হামলার হুমকির বিচার চেয়ে আমতলী
থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলার ঘটখালী গ্রামের মো. দুলাল আকনের ছেলে মো. রুবেল আকন ।আমতলী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, মো. রুবেল আকনের কাছে কলাপাড়া উপজেলার বৌদ্ধপাড়া গ্রামের আব্বাস হাওলাদার (৪৩) ও আমতলী উপজেলার নাসির প্যাদা হাটাৎ করে ২০ লাখ টাকা দাবী করেন এই বিরোধকে কেন্দ্র করে গত ০৬ এপ্রিল দুপুর দেড়টার সময় আব্বাস হাওলাদার , নাসির প্যাদাসহ ১০/১২ জন লোক মটরসাইকেল নিয়ে রুবেল আকনের বাড়ীর সামনে গিয়ে রুবেল আকনের কাছে ২০ লাখ টাকা দাবী করে রুবেল আকনকে জোরপূর্বক মটর সাইকেলে তুলে আমতলী থানার সামনে দিয়ে যাওয়ার সময় রুবেল আকন মটরসাইকেল থেকে লাফ দিয়ে থানার
মধ্যে দৌড়ে গেলে আব্বাস হাওলাদার, নাসির প্যাদা ও তাদের সাখে লোকজন চলে যায়।একই দিন বিকাল অনুমান ০৫.৩০ এর সময় আব্বাস হাওলাদার, নাসির প্যাদা ও তাদের সাখে লোকজন রুবেল আকনের বাড়িতে গিয়া পুনরায় ২০- (বিশ লক্ষ) টাকা দাবী করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করিলে বিবাদীগণ খুন জখম করার জন্য, লাঠিসোটা নিয়া আগাইয়া আসিলে রুবেল আকন প্রাণের ভয়ে ডাক চিৎকার করিলে স্থানীয় লোকজন চলে আসায় আব্বাস হাওলাদার ও তার লোকজন ঘটনা স্থল থেকে চলে যায়।মো. রুবেল আকন বলে আমার কাছে কিসের টাকা পাবে তা আমি জানিনা হটাৎ করে তারা আমার কাছে ২০ লাখ টাকা দাবি করেন। আমার সাথে তারা যে ঘটনা ঘটাইছে আমি তার বিচার চাই। এ ঘটনার বিচার চেয়ে রুবেল আকন ১০ এপ্রিল রাতে আমতলী থানায় মো.আব্বাস হাওলাদার, নাসির প্যাদাসহ অজ্ঞাত ১০/১২জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয় আব্বাস হাওলাদার ও নাসির প্যাদার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম মুঠোফোনে বলেন অভিযোগ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।