
বান্দরবানের কালাঘাটায় বিএনপির অফিস ভাংচুরের প্রতিবাদে নাইক্ষ্যংছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নাইক্ষ্যংছড়িতে উপজেলা বিএনপির সভাপতি আরিফুল্লাহ ছুট্টু সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুর ও নুরুল আবসার সোহেলের নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার ( ১২ এপ্রিল) বিকেল ৩ টায় এ বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এতে বক্তারা বলেন,বান্দরবান জেলা সদরের কালাঘাটায় দুর্বৃত্তরা বিএনপির অফিস ভাংচুর করেছে। এর তীব্র নিন্দা জানিয়ে হামলা কারীদের চিন্তিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে দাবি জানান নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মৌলানা সুলতান আহমদ,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সাংবাদিক ইউনুস,ডাঃ ফরিদ আহম্মদ, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সোহেল,ছাত্রদল আহবায়ক জিয়াবুল হক যুগ্ন আহবায়ক মিজানুর রহমান।এছাড়াও দলটির অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।