
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রুহুল আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রোববার (১০ এপ্রিল ) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে নিয়োগের শর্তে বলা হয়েছে, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব মো: রুহল আমিন অনুমোদিত বেতনক্রম অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। তিনি ভবিষ্য তহবিল, যৌথ বিমা ও অন্যান্য তহবিলে আবশ্যিকভাবে চাঁদা প্রদান করবেন।
এদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ায় সর্বমহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে,ছাত্র,শিক্ষক,শুভানুধ্যায়ী সর্ব সাধারনের শ্রদ্ধা ও ভালোবাসার আশ্রয়স্থল বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সদ্য সাবেক অধ্যক্ষ প্রকৌশলী ডক্টর মো: রুহুল আমিনকে।
এ বিষয়ে প্রকৌশলী আমান জানান, উত্তরবঙ্গের গর্ব, ঠাকুরগাঁও জেলার কৃতি সন্তান ডুয়েটিয়ান বড় ভাই ইঞ্জিনিয়ার মো: রুহুল আমিন ভাই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ প্রাপ্ত হওয়ায় তাকে অনেক অনেক প্রাণঢালা অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা।
মোখলেসুর রহমান জানান,অভিনন্দন ও শুভকামনা, কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাঁরা কারিগরি শিক্ষা ব্যবস্থার সর্বচ্চো জায়গায় সঠিক মানুষ টিকে পদায়ন করেছে। আমরা আশাবাদী এই রত্নগর্ভা মায়ের সু্যোগ্য সন্তানের হাত ধরেই কারিগরি শিক্ষা এগিয়ে যাবে বহুদুর। দোয়া করি আল্লাহ তায়ালা উনাকে উনার উপর অর্পিত দায়িত্ব মেধা, সততা ও দক্ষতার সাথে পালন করার তৌফিক দান করুন।
আল আমিন মোল্লা নামে এক ছাত্র বলেন, আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ,স্যারের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট আজ বরিশাল তথা বাংলাদেশের সকল পলিটেকনিক এর মধ্যে সম্বৃদ্ধ, সুসজ্জিত, আধুনিক ল্যাব সম্পন্ন প্রতিষ্ঠান। স্যারের নাম বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এ স্বর্নাক্ষরে লিখা থাকবে। স্যারের সুস্থতা ও সফলতা কামনা করি।
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের বিদায়ী শুভেচ্ছা অনুষ্ঠানে তারা বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একজন মেধাবী, উপযুক্ত এবং যোগ্য ব্যাক্তিকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছেন। তারা বলেন, তিনি পর পর দু’ বার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ (কারিগরি) প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। জাতীয় পর্যায়ে কারিগরি শিক্ষা সংস্কারের সকল প্রতিষ্ঠানের অধ্যক্ষদের মধ্য একমাত্র ব্যাক্তি তিনি। বিভাগীয় পর্যায়ে বার বার নিজ প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ (কারিগরি) প্রতিষ্ঠান মর্যাদা দিয়েছেন। কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষা- বান্ধব এবং একজন ভিশনারি লিডার তিনি। CIPS করা চৌকশ এবং অত্যান্ত পরিশ্রমী ব্যাক্তি। ক্যাডার সার্ভিসের (টেকনিক্যাল) চৌকশ সৎ, যোগ্য, ধার্মিক এবং প্ররিশ্রমী হওয়ায় কারিগরি শিক্ষায় অভূতপূর্ব অবদান রাখবে। বিদায়ি শুভেচ্ছা অনুষ্ঠানে ছাত্ররা স্যারের সাথে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্য মনে করে নব নিযুক্ত চেয়ারম্যানের দীর্ঘায়ু কামনা করেন।