
রাজধানীর রামপুরা থেকে আরেফিন কামরুল ইসলাম (১৭) নামের একজন এসএসসি পরীক্ষার্থী অপহরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে পূর্ব রামপুরা এলাকা থেকে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়।পরবর্তীতে নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের কাছে তার মুক্তিবাবদ মুক্তিপণ চেয়েছে অপহরণকারীরা।
এ ঘটনায় নিখোঁজের পিতা রামপুরা থানায় নিখোঁজের জিডি করেছেন। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান আকন্দ এ তথ্য জানান।
তিনি বলেন, গত রাতে ভুক্তভোগীর পরিবার থানায় বিষয়টি অবগত করার পরই আমরা উদ্ধার কাজ শুরু করেছি। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা শিক্ষার্থী সম্ভাব্য লোকেশন পেয়েছি। আশা করছি আজকের মধ্যেই উদ্ধার করতে পারব।
ডিআই/এসকে