ঢাকা, সোমবার, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নড়াইলে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
মোরেলগঞ্জে বর্ণিল আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা
নানা আয়োজনে ফরিদপুরে বাংলা বর্ষবরণ
নাটোরে সরিষার তেলের মিলে বিএসটিআই’র অভিযান : মামলা ও জরিমানা
অসময়ে ব্রহ্মপুত্র ন‌দের তীব্র ভাঙ‌ন
আনন্দ শোভাযাত্রা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৯ চোরাচালান শ্রমিককে আটক করেছে বিজিবি
সরকারি জায়গায় প্রভাবশালীর ৬ পাকাস্থাপনা দোকান নির্মান, আংশিক উচ্ছেদ ভ্রাম্যমান আদালত
তানোরে শীষ মোহাম্মদের কবর জেয়ারত করলেন এমপি প্রার্থী সুলতানুল ইসলাম তারেক
নগরীর জলাবদ্ধতা নিরসনে সম্মিলিতভাবে কাজ করতে হবে:- চসিক মেয়র ডা. শাহাদাত
পাঁচবিবিতে হাকিম মণ্ডলকে অবমাননার প্রতিবাদে মানববন্ধন
যাত্রাবাড়ীতে ১০৫০০ ইয়াবাসহ আটক ৪
ফের ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের এডির দায়িত্বে মেহেদী হাসান
এসএমপি ও চাঁদপুরে অনলাইনে সকল ধরনের জিডি সেবা চালু: হেডকোয়ার্টার্স
কু‌ড়িগ্রা‌মে এক ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই‌য়ের অ‌ভি‌যোগ

কালীগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে যুবকরা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে একটি কাঁচা রাস্তা বর্ষাকালে চলাচলে অনুপযোগী হওয়ায় স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজে নেমেছেন স্থানীয় যুবকরা।

শুক্রবার (১১ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রাম জামবাড়ি এলাকার ২ ও ৩ নং ওয়ার্ডের সাইদুলের দোকান থেকে খট্টুর মসজিদ চৌপথী পর্যন্ত জাহাঙ্গীর আলম, তৌফিক আহসান, ওমর আলী, জাহিদুল, নাল্টু মেকারসহ তরুণ-যুবকদের উদ্যোগে সকাল থেকে স্বেচ্ছাশ্রমে এই রাস্তাটির খানাখন্দে মাটি দিয়ে সংস্কারের কাজ করেন তারা।

স্থানীয়রা বলেন, একটু বৃষ্টি হলেই এই রাস্তাটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। যানবাহন চলাচল কষ্টকর হয়, এতে করে চিন্তিত থাকতে হয় গ্রামের মানুষজনেরসহ পথচারীদের। এই রাস্তাটি দিয়ে বর্ষাকালে উপজেলা সদরসহ বিভিন্ন বাজারে যাতায়ত করতে হয়। এ ভোগান্তির হাত থেকে রক্ষা পেতে ও জনগণের সুবিধার্থে রাস্তাটির কাদাপানি কমাতে সংস্কারের কাজ শুরু করেন যুবকরা । স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করায় বর্ষাকালে সাময়িকভাবে ভোগান্তি থেকে রক্ষা পাবে গ্রামবাসীসহ পথচারীরা।

স্বতঃস্ফূর্তভাবে সংস্কার কাজে অংশ নেওয়া যুবকরা বলেন,

রাস্তাটি খানাখন্দে একাকার হওয়ায় বর্ষাকালে চলাফেরার অনুপোযোগী হয়ে পড়েছিল। তাই আমরা এলাকার যুবকরা প্রাথমিকভাবে রাস্তাটি সংস্কার কাজ করছি। যাতে করে যাতে এলাকার মানুষজন বর্ষাকালে ভালোভাবে যাতায়ত করতে পারে। দশের লাঠি একের বোঝা। দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। সবাই মিলে এক সাথে কাজ করলে এলাকার উন্নয়ন সম্ভব। এতে লজ্জারও কিছু নেই। এসময খুব শিগগিরই রাস্তাটি সরকারিভাবে সংস্কারের দাবি জানান তারা।

এ বিষয় দলগ্রাম ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার কাজী আবু হানিফ বলেন, বর্ষা শুরু হলে প্রায় ১ কিলোমিটার

রাস্তায় পানি জমে যায় এবং বিভিন্ন স্থানে গর্ত (খানাখন্দ) হয়ে যায়। বর্ষাকালে এই রাস্তাটি দিয়ে যেতে অনেক কষ্ট করতে হয়। স্বেচ্ছাশ্রমে স্থানীয় যুবকরা সংস্কারের কাজ করছেন। যুবকদের এমন মহৎ উদ্যােগ সত্যিই প্রসংশনীয়। তিনি এলাকার যুবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সংস্কারের সময় ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফয়জার আলী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ