
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান বলেন, গতকাল বৃহস্পতিবার (১০এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট হতে নারীসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ওবায়দুল(১৯), সিয়াম (১৯), মিঠু (১৯), হেলাল (২০), শাওন(২১), সাব্বির (২০), রিয়াজ (২৬), আল আমিন বাবু (৩৮), বসির(৩৮), শাহিন(২৫), মোহন(২৬), আব্দুস সালাম (৩৫) ও সুমন(৩৫)।
এদের মধ্যে ডিএমপি মামলায় ৪জন, দূস্যতা মামলায় ২ জন, দ্রুত বিচার আইনে ৬ জন, খুনের মামলায় ১ জন সহ মোট ১৩ জন।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে