
বাগেরহাটের মোরেলগঞ্জে আসন্ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে গোটা পৌর এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিতব্য এই কাউন্সিলকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা গেছে ব্যতিক্রমী উদ্দীপনা ও প্রস্তুতির ব্যস্ততা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে খান আবুবকর একাডেমি হয়ে শহরের বাজার থেকে নব্বইরশি বাসস্ট্যান্ড পর্যন্ত লিফলেট বিতরণ ও পথসভা আয়োজনের মধ্য দিয়ে ফরিদ-মিলন প্যানেলের গণসংযোগ কার্যক্রমে
তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা উপস্থাপন করে ভোটারদের মাঝে সাড়া ফেলেছে।
লিফলেট বিতরন শেষে নব্বই রাশি বাসস্ট্যান্ডে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেন, “এই সম্মেলন হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ ধাপ। ফরিদ-মিলন পরিষদ হচ্ছে পরীক্ষিত নেতৃত্বের প্রতীক, যারা মোরেলগঞ্জ পৌর বিএনপিকে সুসংগঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল,পৌর আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন সামাদ,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আফজাল হোসেন জোমাদ্দার,মোহাম্মদ মতিউর রহমান বাচ্চু, এফ এম শামীমা আহসান,পৌর যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মিলন,মোহাম্মদ মহারাজ হোসেন হাওলাদার মো.,সেলিম মোল্লা, মো. আব্বাস মুন্সীসহ পৌর শাখার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতি পদপ্রার্থী শিকদার ফরিদুল ইসলাম বলেন, “আমরা চাই গঠনমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে, আগামী দিনে পৌর বিএনপি আরও শক্তিশালী হবে”
সাধারণ সম্পাদক প্রার্থী আসাদুজ্জামান মিলন বলেন, “নেতাকর্মীদের সাথে একাত্ম হয়ে কাজ করাই আমাদের অঙ্গীকার। আপনাদের সমর্থন পেলে আমরা সম্মিলিতভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে পারব।”