
সারাদেশের ন্যায় কুমিল্লার হোমনার দুলালপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের প্রথম দিনের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা চলে।
দুলালপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ টি স্কুলের ৩৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে ৩৮৯ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন এবং ১০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
সকাল ৯:৩০ মিনিটের মধ্যে পরীক্ষার্থীরা হল রুমে প্রবেশ করে। এরপর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়। দুপুর ১১:৩০ এর দিকে দুলালপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন হোমনা উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের। এর আগে তিনি রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম, ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। এসময় কেন্দ্রের সার্বিক তত্বাবধানে ছিলেন দুলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল শরীফ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের সাংবাদিকদের বলেন, সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা প্রথম দিনের পরীক্ষা দিয়েছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সকল বিষয়ের পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরীক্ষ অবাধ সুষ্ঠু করতে প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।