
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এসএসসি ও দাখিলের মোট পরীক্ষার্থী ১ হাজার ২৭৭ জন। তন্মধ্যে বৃহস্পতিবার
(১০ এপ্রিল) প্রথম দিন অনুপস্থিত ছিল ১৭ জন। খবর সংশ্লিষ্ট সূত্রের।
সূত্র জানান,বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় অনুষ্ঠিত এসএসসি এবং সমমান পরীক্ষা বৃহস্পতিবার ৫ কেন্দ্রে সকাল ১০ টায় যথা সময়ে পরীক্ষা শুরু হয়। শেষ হয় দুপুর ১ টায়। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ পরীক্ষা কেন্দ্রে কোন প্রকার বহিষ্কার কিংবা অসদুপায় অবলম্বনের ঘটনা ঘটেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানান,১.নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমেদ সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী-৩৯২ জন, ছাত্র-১২৮ জন। ছাত্রী-২৬৪ জন,অনুপস্থিত ৭ জন। এদের মধ্যে ছাত্র-৩ জন ও ছাত্রী-৪ জন ।
২.মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী-২০১ জন ছাত্র-৭১ জন,ছাত্রী-১৩০ জন অনুপস্থিত- ছিল ৫ জন। এদের মধ্যে ছাত্র-২ জন ছাত্র-৩ জন। ৩. বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২৪১ জন
ছাত্র-৭৭ জন, ছাত্রী-১৬৪ জন। অনুপস্থিত ছিল ৪ জন। ছাত্র-২ জন ও ছাত্রী-২ জন।
৪,ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৪৭৩ জন। ছাত্র-২৬১ জন, ছাত্রী-২১২ জন। অনুপস্থিত ১ জন ছাত্রী। উল্লেখ্য, উক্ত কেন্দ্রের ০১ জন পরীক্ষার্থী (ছাত্র) চট্টগ্রাম কারাগার থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৫.
নাইক্ষ্যংছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৮১ জন, ছাত্র-৬০ জন,ছাত্রী-২১ জন।