
কুমিল্লার হোমনায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৯ টা থেকে বিকাল পর্যন্ত হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের ১৬৯ জন নতুন কার্ডধারীদের মাঝে এসব টিসিবির পণ্য বিতরণ করা হয়। ৬৬০ টাকার এসব পণ্যের মধ্যে রয়েছে- ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুরের ডাল এবং ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ২ কেজি ছোলা। স্বল্প টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেক খুশি নিম্ন আয়ের মানুষরা। কার্ডধারী সুবিধা ভোগীগণ বলেন, টিসিবির পণ্য পেয়ে আমরা নিম্ন আয়ের মানুষগণ অনেক উপকৃত হচ্ছি। ভবিষ্যতেও যেন এটা চালু থাকে আমরা সেই আশা করি। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করেন বলে মনে করেন অনেকে। পণ্য বিতরণ কার্যক্রমের সার্বিক তত্বাবধানে ছিলেন ডিলার উসমান বাঘা।