
ময়মনসিংহ জেলা প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ও অপপ্রচারকে লাল কার্ড প্রদর্শন করেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলা যুব ফোরাম। বৃহস্পতিবার ( ১০ এপ্রিল) দুপুর ১২টায় প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ের সামনে গুজব ও অপ্রচারকারীদেরকে লাল কার্ড দেখিয়ে তা বন্ধ করার দাবী জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। জানাগেছে, এ উপলক্ষ্যে ময়মনসিংহের স্বাবলম্বী উন্নয়ন সমিতির আস্থা প্রকল্পের বাস্তবায়নে যুব ফোরাম নান্দাইলের উদ্যোগে আলোচনা সভা ও লাল কার্ড প্রদর্শন অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা যুব ফোরামের আহ্বায়ক মো. শাহজাহান ফকিরের সভাপতিত্বে প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ে যুব ফোরাম নান্দাইলের সদস্য সচিব মো. আমিনুল ইসলাম আশিক ও সদস্য আর.জে মিন্টুর সঞ্চালনায় সামাজিক যোগাযোগ ব্যবহারে দক্ষতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভায় ফেসবুকে বিভিন্ন ধরনের গুজব ও অপপ্রচার বিষয়ে সকলকে সর্তক থাকার পাশাপাশি তা বন্ধ করার আহ্বান জানানো হয়। ফেসবুকে বিভিন্ন মিথ্যা তথ্য পোস্ট করে গুজব চালিয়ে তথা অপপ্রচার চালিয়ে মব জাস্টিস, রাজনৈতিক ও সাম্প্রদায়িক সহিংসতা সহ সামাজিক অপরাধ কর্মকান্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসময় আইন সহায়তা কেন্দ্র (আসক) নান্দাইল উপজেলা শাখার সভাপতি নাঈমুল গণি ভূইয়া পলাশ, সাংবাদিক আল আমিন সরকার, কবি শাহনুর আলম শাহানা, সমাজ সেবক শামসুল আলম সহ যুব ফোরাম নান্দাইলের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।