
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলা শুভ নববর্ষ পহেলা বৈশাখ-১৪৩২ উদযাপন উপলক্ষে আজ ১০ই এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
পহেলা বৈশাখের ঐতিহ্যকে ধারণ করে কিভাবে বাংলা নববর্ষ পালন করা যায় এই আলোকে উপস্থিতিদের মধ্যে মতামত ব্যক্ত করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন, উপজেলা জামায়াতের আমীর ডাঃ সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, বণিক সমিতির সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সহ-সভাপতি নাহিদ হোসেনসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।