
শৃঙ্খলাবোধ ছাড়া সুন্দর ও সুশৃঙ্খল জীবন কল্পনা করা যায় না। তাই শিক্ষার্থীদের সুষ্ঠু মনন চিন্তাকে প্রভাবিত করতে শিক্ষকের সুষ্ঠু শৃঙ্খলাবোধ বিকাশে অনুসরণ করতে হবে সঠিক আদর্শ।তার প্রতিটি কর্মের জন্য প্রয়োজন হয় সুষম সমন্বয়ের চর্চা। একমাত্র শৃঙ্খলাবোধের মাধ্যমেই জাতির উন্নতি সম্ভব। শৃঙ্খলাবোধ:সাধারণত শৃঙ্খলা বলতে নিয়মকানুনের প্রতি আনুগত্য ও অনুসরণ করাকে বুঝায় আর শৃঙ্খলার প্রতি সচেতনতাই শৃঙ্খলাবোধ। যথাসময়ে যথার্থ কাজ করার নাম শৃঙ্খলাবোধ।প্রকৃত কথায়, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের নানা নিয়মকানুন বিধিনিষেধের প্রতি সততার সাথে আনুগত্য প্রদর্শনকেই শৃঙ্খলাবোধ বলে।
বিশ্ব প্রকৃতির মধ্যে শৃঙ্খলাবোধ:মহান আল্লাহ সমগ্র সৃষ্টির মধ্যে একটি শৃঙ্খলা বিধান করেছেন। তাই চন্দ্র -সূর্য, গ্রহ নক্ষত্র, আকাশ বাতাস,বৃক্ষ তরুলতা কীটপতঙ্গ মানুষের আইন মানে না।শৃঙ্খলাবোধকে তাই আল্লাহর দান বলা যেতে পারে।
শিক্ষাজীবনে শৃঙ্খলাবোধ:
সুশৃঙ্খল জীবনযাপনের জন্য শিক্ষার্থীদের শিক্ষাজীবনের প্রারম্ভেই নিয়মকানুনের মধ্যে চলতে হয়। নিয়ম ছাড়া কোন মানুষ জীবন যাপন করতে পারে না। পারিবারিক সদস্যদের মধ্যে শৃঙ্খলাবোধ না থাকলে সে পরিবারের অবনতি অবধারিত। দৈনন্দিন জীবনে শৃঙ্খলাবোধের অভাব মানুষের জীবনের প্রধান অন্তরায়। এভাবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, আদালত সর্বত্রই শৃঙ্খলাবোধের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
সমাজীবন ও ছাত্রজীবনে শৃঙ্খলাবোধ:
সামাজিক বিধিবিধান সবারই মেনে চলা উচিৎ। যারা সামাজিক নিয়ম মানে না,তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সমাজে অশান্তি আনয়ন করে।কাজেই সমাজের নির্ধারিত নিয়মকানুন শৃঙ্খলার প্রতি অশ্রদ্ধা জানালে সমাজ ধ্বংসের মুখে পতিত হয়।ছাত্রজীবনই শৃঙ্খলাবোধের গুরুত্ব অপরিসীম। তারা প্রত্যুষে ঘুম৷ থেকে উঠে নামাজ বা প্রার্থনা শেষ করে পড়তে বসতে হবে, সময়মত যার যার প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে এবং প্রতিষ্ঠানের নিয়ম কানুন মেনে চলতে হবে। তাই ছাত্রজীবনে শৃঙ্খলাবোধ অনুশীলন করতে পারলে ভবিষ্যৎ জীবন সুন্দর, সুনিয়ন্ত্রিত ও সুগঠিত করে তোলা সম্ভব। অপরদিকে অসামঞ্জস্য, শৃঙ্খলাহীনতা ও অসংযম ছাত্রজীবনে দেখা দিলে তার ভবিষ্যৎ জীবন ধ্বংস হয়ে যায়।তাই ছাত্রজীবনে শৃঙ্খলাবোধ সুন্দর জীবন গঠনের মূলমন্ত্র হওয়া উচিৎ।
শৃঙ্খলাবোধের গুরুত্ব ও সুফল :
ছাত্রজীবনের প্রতিটি ক্ষেত্রেই শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধেরগুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য। শৃঙ্খলাবোধের অভাবে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সুখ ও শান্তি বিনষ্ট হয়।এজন্যই শৃঙ্খলাবোধের গুরুত্ব অপরিসীম।।
শৃঙ্খলাবোধ মানবজীবনকে সাফল্যময় করে তোলে।উন্নত দেশ গুলোর দিকে তাকালে দেখা যায়, যে জাতি যত বেশি শৃঙ্খলা অনুশীলন করে চলেছে সে জাতি তত বেশি অগ্রগতি ও সাফল্য অর্জন করেছে।এই পৃথিবীর সকল মনীষীই জীবনে কঠোরভাবে শৃঙ্খলা ও নিয়মনীতি পালন করে গেছেন। আসলে শৃঙ্খলাবোধই শিক্ষার্থীদের সার্বিক জীবনের উন্নতির প্রথম সোপান। শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের থেকে শিক্ষকদের বেশি অনুসরণ ও অনুকরণ করে। পরিবার থেকে যদিও শৃঙ্খলাবোধের হাতে খড়ি তবুও প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করে শিক্ষকদের সান্নিধ্যে। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক থাকলে অবশ্য ই শৃঙ্খলাবোধ থাকবে। শিক্ষার্থীদের সহপাঠ্যক্রম বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে তাহলে যত্রতত্র মোবাইলের অপব্যবহার, প্রতিষ্ঠান থেকে পালিয়ে বন্ধুদের সাথে আড্ডায় মাদকে আসক্ত হতে পারবে না। তাই আমাদের সকলকে সচেতন হতে হবে প্রতিটি ক্ষেত্রে। ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে শৃঙ্খলাবোধের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই সুশৃঙ্খল জাতি গঠন সম্ভব।
লেখকঃ
তহমিনা খানম (সহকারী শিক্ষক ইংরেজি)
আল হাসান মহিলা দাখিল মাদ্রাসা, বোয়ালমারী, ফরিদপুর