
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ জন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আসামিরা হলেন, নুর ইসলাম ওরফে রিপন মোল্যা (৪৫),আজাদ মোল্যা (৬২), মো. সাব্বির মোল্যা (২৫), মো. ইমরুল মোল্যা (৩৫), মফিজুল মোল্যা (৩৫), বিকাশ মোল্যা (৪৪), ইয়াছিন মোল্যা (৩০) ও রেজা মোল্যা (৩০)।
গতকাল রাতে রাজধানীর শাহবাগ,পল্টন ও বংশাল এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১০ এর সদস্যরা তাদের গ্রেফতার করেছে।
বুধবার(৯ এপ্রিল) রাতে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তাপস কর্মকার এ তথ্য জানান।
তিনি জানান,গত মাসের ১৫ তারিখে নড়াইলের কালিয়া থানার সিলিমপুর গ্রামে ঠান্ডু মোল্যা গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জনি মোল্যা গ্রুপের উপর হামলা করে। এতে জনি মোল্যা গ্রুপের হাসিম মোল্যা (৩৮) কে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে নড়াইলের কালিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলায় গতকাল রাতে র্যাব-১০ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর শাহবাগ, পল্টন ও বংশাল এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় আসামীদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম পক্রিয়াধীন।
ডিআই/এসকে