নওগাঁর আত্রাইয়ে সাড়ে সাত বছর বয়সী খাদিজা নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে উপজেলার বিপ্রবোয়ালিয়া গ্রামের জিয়াউর রহমানের মেয়ে।
জানা যায়, বুধবার (৯ এপ্রিল) দুপুরে খাদিজা বাড়ি সংলগ্ন একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় সে ওই পুকুরে ডুবে যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন, বিষয়টি আামাক কেহ জানায়নি। তবে এটি একটি মর্মান্তিক ও হৃদয় বিদায়ক। এ ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকার প্রয়োজন।