ঢাকা, রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঝিকরগাছায় পুকুর থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
রামু-নাইক্ষ্যংছড়িতে ডাকাত দলের গোলাগুলিতে আহত-৩ 
নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের সাথে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সৌজন্য সাক্ষাৎ 
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার আয়োজনে ঈদ পূর্ণমিলনী
আত্রাইয়ে শিক্ষক ছনি সরকারের আয়োজনে গাজায় নির্মম গণহত্যার প্রতিকার চেয়ে দোয়া
হোমনায় চারকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত  
গর্জনিয়া বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে মুফতি আমির হামজা
নওগাঁয় অর্থের বিনিময়ে পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারনা, ২ প্রতারক আটক 
পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রায় ডিএমপির নির্দেশনা
দক্ষিণখান থানা আ.লীগ নেতা ইসমাইল চৌধুরী গ্রেফতার
রাশিয়া-ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় যুবতী সহ আটক-৩
চট্টগ্রামে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ মিছিল
মোহাম্মদপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার
চারুকলায় আগুনের ঘটনায় ছাত্রলীগের অজ্ঞাত নেতা-কর্মীদের নামে মামলা

আমতলীতে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে দাখিল পরীক্ষার্থী ইয়াসিন আরাফাত রুমান খাঁন ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রী এমন অভিযোগ করেছেন। ওই ছাত্রীকে স্বজনরা উদ্ধার করে মঙ্গলবার সন্ধ্যায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য বরগুনা জেনারেল
হাসপাতালের ওয়ান-স্টাপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করেছেন।বুধবার ওই ছাত্রীর নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার মধ্য তারিকাটা গ্রামের আফতাব উদ্দিন কারিমিয়া আমজাদিয়া মাদ্রাসায় মঙ্গলবার দুপুরে। জানাগেছে, উপজেলার তারিকাটা গ্রামের দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রী (৯) মঙ্গলবার সকালে আফতার উদ্দিন আফতাব উদ্দিন কারিমিয়া আমজাদিয়া মাদ্রাসায় যায়। ক্লাস শেষে ওই ছাত্রীকে শিক্ষক হুমায়ুন কবিরের ছোট ভাই দাখিল পরীক্ষার্থী ইয়াসিন আরাফাত রুমান অপেক্ষা করতে বলে। ছাত্রী অপেক্ষা করলে তাকে রুমান জোরপুর্বক ধর্ষণ করেছে বলে অভিযোগ ওই ছাত্রীর। পরে ছাত্রী বিষয়টি তার মাকে জানায়। পরে শিশুটিকে তার মা ওইদিন সন্ধ্যায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বরগুনা জেনারেল হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করেছেন। ওই রাতেই শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে আমতলী থানা পুলিশ হাসপাতালে গিয়ে ওই ছাত্রীর জবাববন্দি নিয়েছেন এবং ঘটনাস্থল পরিদর্শণ করেছে।রুমান খাঁন ওই মাদ্রাসা প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের ছোট ভাই। তার বাবার নাম বশির খাঁন। এ ঘটনার পর থেকে ্ইয়াসিন আরাফাত র“মান খাঁন পলাতক রয়েছে। রুমান এ বছর মধ্য তারিকাটা দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার্থী।ছাত্রীর অভিযোগ, মাদ্রাসা ছুটির পরে শিক্ষক হুমায়ুন কবিরের ছোট ভাই ইয়াসিন আরাফাত র“মান আমাকে ক্লাসর“মে বসতে বলে। পরে আমি ও আরো দুইটি মেয়ে বসেছিলাম।রুমান ওই শিশু দুটিকে দোকানে পাঠিয়ে দিয়ে আমাকে ধর্ষণ করেছে। ছাত্রীর বাবা বলেন, আমার শিশু কন্যাকে রুমান খাঁন ধর্ষণ করেছে। আমি এ ঘটনায় তার শাস্তি দাবী করছি। ইয়াসিন আরাফাত রুমানের চাচা রিয়াজ খাঁন বলেন, রুমানের ১০ এপ্রিল দাখিল পরীক্ষা ওই পরীক্ষায় যাতে অংশ নিতে না পারে সে জন্য ষড়যন্ত্রমুলক ভাবে ফাঁসানো হচ্ছে। তিনি আরো বলেন, রুমানের বাবা একজন বাক প্রতিবন্ধি।বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাসফিয়া সিদ্দিক বলেন, ওই ছাত্রীকে হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে এবং নমুনা সংগ্রহ করেছি। মামলা হলে নমুনা পরীক্ষা করে প্রতিবেদন দেয়া হবে। আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘটনা জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ