
নাজিম সরদার খুলনা সদর সংবাদদাতা:
খুলনার রূপসায় পুলিশের অভিযানে পিস্তলের ২ রাউন্ড তাজা গুলি ও ১৫ পিস ইয়াবাসহ তাজুল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। যুবক নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের গোলাম হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নৈহাটি ইউনিয়নের নিকলাপুর এলাকায় থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ এপ্রিল রাতে জাফরের মিলের মধ্যে অভিযান চালায়। এ অভিযানে পরিত্যক্ত ঘর থেকে তাজুল হোসেনকে পুলিশ আটক করে। এ সময় তার কাছে থাকা ২ রাউন্ড পিস্তলের তাজা গুলি ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রত্যক্ষ সূত্রে জানা যায় আটক তাজুলের পিতা গোলাম হোসেন রাইস মিলে চাকরি করতো। আটক তাজুল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। রূপসা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, পুলিশ অভিযান চালিয়ে ২ রাউন্ড গুলি ও ১৫ পিস ইয়াবাসহ তাজুল হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়েছে।