
সরাইল উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া নামক স্থানে বুধবার (০৯ এপ্রিল) ভোর রাতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। নিহত ট্রাক চালক ঝিনাইদহ জেলার কাঞ্চনপুর গ্রামের মো: আকবর আলীর পুত্র। এ সময় দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, বুধবার ভোরে (ঝিনাইদহ- ট ১১-১১১৩) ট্রাকটি পাথর নিয়ে ঢাকায় ও ঢাকা থেকে কলা ভর্তি (ঢাকা মেট্রো- ট ২২-৬৯৯৭) ট্রাকটি সিলেট যাওয়ার সময় সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়ায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কলা বোঝাই ট্রাক চালক ফাহাদ (২৩) গুরুতর আহত হলে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় আরো তিনজন আহত হওয়ার খবর পাওয়া যায় তবে তাদেরকে ঘটনাস্থলে পাওয়া যায় নি।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন নিহত হয়েছেন ও নিহতের নাম ঠিকানা জানা গেছে। তবে আহত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।