
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে আশুগঞ্জ খাদ্য গোডাউনে ধান চাউল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সী।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বশাকের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক চিন্তামনি তালুকদার, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান মিয়া, আশুগঞ্জ উপজেলা চাতালকল মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ জোবায়ের হায়দার বুলু, ব্যবসায়ী হাসান ইমরানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা চাতালকল মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ জোবায়ের হায়দার বুলু বলেন,এ বছর সরকার নির্ধারিত চালের দরে চাল সরবরাহ করলে বাজার অনুপাতে আমাদের লোকসান গুনতে হবে। তবুও সরকারী চাল সংগ্রহ করে দেওয়ার ব্যাপারে তাদেরকে সহযোগিতা করে যাব। একই সুরে কথা বলেন ব্যবসায়ী হাসান ইমরান।
উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান মিয়া জানান, এ বছর মিলারদের কাছ থেকে আশুগঞ্জ উপজেলা খাদ্যগুদামে সিদ্ধ চাউল ৪৪ টাকা কেজি দরে ১৫ হাজার ৫৭৮ মেট্রিক টন, আতব চাউল ৪৩ টাকা ধরে ১১ হাজার ২৪৫ মেট্রিক টন ও ৩০ টাকা ধরে ১৩৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাল সংগ্রহ অভিযান চলবে।
উল্লেখ্য যে,বাজার দর বেশী ও ব্যবসায়ীরা লোকসান গুনতে থাকায় গত বছর চাল সংগ্রহ অভিযান শতভাগ সফল হয়নী।