
ঢাকা উত্তর সিটি করপোরেশন ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.মুরাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার(৯ এপ্রিল) দুপুরে মিরপুর আহমেদ নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগের সদস্যরা।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
তিনি জানান,মিরপুর ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ হোসেনকে মিরপুর আহমেদ নগর থেকে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।
ডিবি সূত্রে জানা গেছে,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়।
অভিযানের নেতৃত্বে ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সোনাহর আলী।
ডিআই/এসকে