
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত নারীসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
বুধবার (৯এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান বলেন, গতকাল মঙ্গলবার (৮এপ্রিল)দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট হতে নারীসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- রাসেল(২৮), স্বপন (২৫), রাকিব (২২), ইসমাইল (৩০), রিয়াজ(৩২), মারুফ (২২), সিয়াম (২১), আরিফ(২৬), শারমিন আলম (৪৩), কিবরিয়া (২২) ও জাকির (৩৮)।
এদের মধ্যে মাদক মামলায় ৪ জন, অস্ত্র আইনে ২ জন, চুরি এবং সাইবার নিরাপত্তা আইনে ১ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন, সন্ত্রাস বিরোধ আইনে ১ জন ও ডিএমপি মামলায় ২ জন সহ মোট ১১ জন।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে