ঢাকা, রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বকশীগঞ্জে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের ব্যাপক গণসংযোগ
টোলমুক্ত ঘাটের দাবিতে রূপসা ঘাটে মানববন্ধন কর্মসূচি
কালিগঞ্জে শালিশ বৈঠকে হামলা  আহত ৩
আত্রাইয়ের জামগ্রামে বৈশাখী সাংস্কৃতিকে ঘিরে কাগজের ফুল তৈরিতে ব্যস্ত কারিগররা
ঝিকরগাছা অবৈধভাবে বালি বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
ফুলবাড়ীতে ঝড়ে গাছের চাপায় পড়ে নারীর মৃত্যু
মোহাম্মদপুর সাড়াশি অভিযানে গ্রেফতার ১২
আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে গাজায় হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ
যাত্রীবাহী বাস তল্লাশি,মিললো ৩ হাজার ইয়াবা
ডিবি থেকে সরানো হলো রেজাউল করিম মল্লিককে
মোটিফে আগুন দেওয়া দুর্বৃত্ত শনাক্ত,শোভাযাত্রার আগেই সুসংবাদ: ডিএমপি কমিশনার
চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তায় অবহেলা পাওয়া গেলে ব্যবস্থা: র‍্যাব ডিজি
টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ ৬ মায়ানমার নাগরিক আটক
সিগারেট চা একসাথে খেলে শরীরে যে ক্ষতি হয়
ঝিকরগাছায় পুকুর থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

মোহাম্মদপুরে রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন নুরজাহান রোড এলাকার কোরেশী কাবাব এন্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

এসময় তাদের নিকট হতে ১টি পিস্তল,১টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার (০৯এপ্রিল)র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত আসামিরা হলো- মো. মারুফ হাসান (২২) ও মো. আব্দুর রহমান সিয়াম (২১)।

সনদ বড়ুয়া বলেন,গতকাল বুধবার (৮ এপ্রিল) রাত গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন নুরজাহান রোডের কোরেশী কাবাব এন্ড রেস্টুরেন্টের ভিতরে অভিযান পরিচালনা করে দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে ১ টি পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা গুলিসহ গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন,গ্রেফতারকৃত আসামিরা আগে থেকেই রাজধানীর মোহাম্মদপুর থানাধীন নুরজাহান রোডের কোরেশী কাবাব এন্ড রেস্টুরেন্টের ভিতরে অবস্থান করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল হোটেলের সামনে পৌঁছালে আসামিরা কৌশলে পালানোর চেষ্টা করলে তাদেরকে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আটক করা হয়। জিঙ্গাসাবাদের এক পর্যায়ে তাদের কথা বার্তা সন্দেহজনক হওয়ায় উপস্থিত লোকজনের সম্মুখে তাদের দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় যে, তারা অস্ত্র ও গুলি নিজ হেফাজতে রেখে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ জনক কর্মকান্ড করে আসছে এবং উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বৈধ কোন কাগজপত্র তারা উপস্থাপন করতে পারে নাই। ধৃত আসামিরা পরস্পর অস্ত্র ও গুলি অবৈধভাবে নিজ হেফাজতে রেখে দ্যা আার্মস অ্যক্ট ধারায় অপরাধ করেছে।

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ