
গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে দেশে বিক্ষোভ চলাকালে বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ হেডকোয়ার্টার্স সুত্রে জানা গেছে।
বুধবার (৯ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন।
ইনামুল হক সাগর বলেন,গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত (৯ এপ্রিল ২০২৫ সকাল ৮টা পর্যন্ত) মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে খুলনায় ৩৩ জন,সিলেটে ১৯ জন,চট্টগ্রামে ৫ জন,গাজীপুরে ৪ জন,নারায়ণগঞ্জে ৪ জন,কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন।
এসব ঘটনা সংক্রান্তে এখন পর্যন্ত মোট ১০টি মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে