
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ “সাহসী ও দায়ীত্বশীল আগামীর প্রজন্ম” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় পালিত হয়েছে স্কাউট দিবস। মঙ্গলবার (৮ এপ্রিল) বোদা উপজেলা স্কাউটস এর উদ্যোগে বাংলাদেশ স্কাউটস দিবস পালন করা হয়।দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির আনুষ্ঠানিক ভাবে স্কাউটস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্কাউটস দিবস উদযাপন করা হয়।পরে বোদা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাইটস এর সভাপতি মো. শাহরিয়ার নজির সভাপতিত্বে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন, বাংলাদেশ স্কাউটস বোদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ নুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, স্কাউটস কমিশনার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান মন্ডল।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত কাপ, স্কাউটস রোভার দের অংশগ্রহণে র্যালীটি বোদার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে মিষ্টি বিতরণের মাধ্যমে শেষ করা হয়।