
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৭ লক্ষাধিক টাকা মূল্যের ১৫ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ।
মঙ্গলবার( ৮ এপ্রিল) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতের নাম- আয়শা সিদ্দিকা (৩১)।
গতকাল সোমবার (৭ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ আয়শাকে গ্রেফতার করে ডিবির একটি চৌকস দল।
ডিবি-মতিঝিল বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল সোমবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ ঢাকায় প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে যাত্রাবাড়ীর জনপদের মোড় সংলগ্ন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে আয়শা নামের নারীকে গ্রেফতার করা হয়। এ সময় আয়শার হেফাজত হতে ১৫ হাজার ৮৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪৭ লাখ ৫২ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতারকৃত আয়শা পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। সে উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে