
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছভুক্ত স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.pstu.ac.bd)-এ এ তথ্য প্রকাশ করা হয়।
আগামী ১২ এপ্রিল (শনিবার) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অবস্থিত ৮টি ভেন্যুতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কৃষি, মাৎস্যবিজ্ঞান এবং অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের ৪২৩টি আসনের বিপরীতে পবিপ্রবি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে চার হাজারেরও অধিক শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, “পরীক্ষাটি যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সীট প্লানসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”
তিনি আরও বলেন, “এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন।”
উল্লেখ্য, দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে অনুষ্ঠিতব্য কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে, যা মেধাবী শিক্ষার্থীদের সুশৃঙ্খল ও সমন্বিত উপায়ে উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছে।