
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় গত ৩ বারের সেরা ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠান দোছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ( ৮ এপ্রিল) সকাল ১১ টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠান স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্টাতা-সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ।
শিক্ষক আনোয়ার হোসেন মেহেদীর সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন,নাইক্ষ্যংছড়ি হাজি এমএ সরকারী কলেজের অধ্যাপক মোঃ জসিম উদদীন, অধ্যাপক হাসান আহমেদ সোবাহানী,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, লেবুছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম,দোছড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুল আমিন, দৌছড়ি জামায়াত ইসলামীর সভাপতি পারভেজ মোশাররফ রাফসান,দোছড়ি বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন খোকন,,নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান,ইউপি মেম্বার দিল মোহাম্মদ, দোছড়ি
শ্রমিক কল্যাণের সভাপতি মো:মহিউদ্দিন, সহ-সভাপতি নুরুল আলম,ছাত্রদল নেতা জাহেদ উল্লাহ,সভাপতি মাসুদ পারভেজ ছোটন,স্কুল শিক্ষক যথাক্রমে, থোয়াইক্যজায় বিজয়,রফিক আহমদ,কুবরাতুল মুনতাহা ও আসমাউল হোসনা ঝিনুক প্রমূখ।
এছাড়াও বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীরাদের কযেকজন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দোছড়ি ইউনিয়ন ছাত্রদলের পক্ষে পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। শেষে পরীক্ষার্যথীদের পক্ষ থেকে শিক্ষকদের ক্রেস্ট প্রদান করা হয়।