ঢাকা, রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মোহাম্মদপুর সাড়াশি অভিযানে গ্রেফতার ১২
আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে গাজায় হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ
যাত্রীবাহী বাস তল্লাশি,মিললো ৩ হাজার ইয়াবা
ডিবি থেকে সরানো হলো রেজাউল করিম মল্লিককে
মোটিফে আগুন দেওয়া দুর্বৃত্ত শনাক্ত,শোভাযাত্রার আগেই সুসংবাদ: ডিএমপি কমিশনার
চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তায় অবহেলা পাওয়া গেলে ব্যবস্থা: র‍্যাব ডিজি
টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ ৬ মায়ানমার নাগরিক আটক
সিগারেট চা একসাথে খেলে শরীরে যে ক্ষতি হয়
ঝিকরগাছায় পুকুর থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
রামু-নাইক্ষ্যংছড়িতে ডাকাত দলের গোলাগুলিতে আহত-৩ 
নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের সাথে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সৌজন্য সাক্ষাৎ 
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার আয়োজনে ঈদ পূর্ণমিলনী
আত্রাইয়ে শিক্ষক ছনি সরকারের আয়োজনে গাজায় নির্মম গণহত্যার প্রতিকার চেয়ে দোয়া
হোমনায় চারকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত  
গর্জনিয়া বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে মুফতি আমির হামজা

গোলপ জারবেরার রাজ্যে নতুন সংযোজন ‘নন্দিনী’

ফুলের রাজ্যে দর্শনার্থীদের আনন্দ আরও বাড়িয়ে দিতে যুক্ত হলো নতুন আরও এক ফুল নন্দিনী। এর উৎপত্তি স্থল যুক্তরাষ্ট্র হলেও এ ফুল নিয়ে গবেষণা হয়েছে জাপানে।

নন্দিনী দেখতে গোলাপের মতো হলেও এর কোনো কাঁটা নেই। গোলাপ ফুল শীতের সময় ভালো ফোটে, আর জাপানি এই ফুল ফোটে শীত, বর্ষা, গ্রীষ্ম সব ঋতুতেই। এই ফুলের সংরক্ষণকালও গোলাপের চেয়ে বেশি। নন্দিনী ফুল ৪৫টি রঙে পাওয়া যায়।

যশোরের ঝিকরগাছায় চাষ হচ্ছে নন্দিনী নামের এই ফুল। আমদানিনির্ভর এই ফুলের আছে বাণিজ্যিক সম্ভাবনা।

পানিসারা গ্রামে দুই শতক জমিতে নন্দিনী ফুলের চাষ করেছেন মিন্টু সরদার নামের এক ফুল চাষী। এরই মধ্যে তিন চারটা রঙের নন্দিনী ফুল ফুটেছে। একটি গাছে একটি করে ডাঁটা (স্টিক), প্রতি ডাঁটায় ৮ থেকে ১০টি করে কুঁড়ি। কয়েক দিনের মধ্যে এই ফুল কাটা হবে জানালেন মিন্টু সরদার। তিনি বলেন, দুই শতক জমিতে সাড়ে তিন হাজারের মতো চারা রোপণ করেছিলাম। তার মধ্যে কিছু চারা মারা যায়। আড়াই থেকে তিন হাজার গাছে ফুল পাওয়া যাবে বলে আশা করছি। প্রতিটি স্টিক ২২০ থেকে ২৫০ টাকা করে বিক্রি হবে।

মিন্টু সরদার জানান, চারাসহ প্রায় ২ লাখ টাকার মতো খরচ হয়েছে। প্রথম বছরেই ছয় লাখ টাকার ফুল বিক্রির আশা করছেন তিনি। নন্দিনী ফুল গাছের চারা একবার রোপণ করে দুইবার ফুল সংগ্রহ করা যায়।

বাংলাদেশে নন্দিনী ফুল অনেক বেশি দামে আমদানি করা হয়ে থাকে। নন্দিনী ফুল জারবেরা ও গোলাপের মাঝামাঝি, এ ফুলের সংরক্ষণকাল দীর্ঘ হওয়ায় বেশি জনপ্রিয়। এ ফুলের বীজ থেকে চারা উৎপাদন বেশ কঠিন। চারার দামও বেশি। যার ফলে কৃষক পর্যায়ে আগ্রহ কম।

নন্দিনীর চারা থেকে ফুল উৎপাদন সহজ, কিন্তু বীজ থেকে চারা উৎপাদন করা বেশ কঠিন কাজ।নন্দিনী গাছের গোড়ায় দু–তিন দিন পানি জমে থাকলেও ক্ষতি হয় না। আবার খরায়ও তেমন ক্ষতি হয় না। নন্দিনী ফুল গাছ ২০ থেকে ৬০ সেন্টিমিটার লম্বা হয়। একটি গাছে ৮০ থেকে ১২০টি ফুল ফোটে। গোলাপ ফুল গাছ থেকে সংগ্রহ করার পর তিনদিনের বেশি থাকে না। কিন্তু নন্দিনী ফুল ১৫ থেকে ২০ দিন পর্যন্ত রাখা যায় এবং গাছ এ ফুল ৩৫ থেকে ৪০ দিন পর্যন্ত সতেজ থাকে।

বাংলাদেশে আগামী দিনে গোলাপ ও জারবেরার জায়গা দখল করবে নন্দিনী ফুল, আশা করছেন স্থানীয়রা।

শেয়ার করুনঃ