
মোঃ সাইফুল ইসলাম হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি ;
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে উপজেলার ঝিটকা বাজারে বিক্ষোভ, মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৮/৪/২৫ ইং (মঙ্গলবার)সকাল ১১ টায় উপজেলার গালা ইউনিয়নে ঝিটকা বাজারের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সমাবেশের বক্তব্যে ইসরাইলি পণ্য বর্জনের ঘোষণা দিয়ে,
ইজরায়েল পণ্য নতুন করে দোকানে না উঠানোর জন্য বাজারের সকল দোকানদারদের অনুরোধ করেন।বিশ্বের সকল মুসলিমদের একত্রিত হয়ে ফিলিস্তিনিদের পাশে থাকার জন্য আহ্বান জানান তারা,বক্তারা বলেন ফিলিস্তিনে যা ঘটছে তা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। এই বর্বরতা বন্ধ করতে হবে।তারা বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানান।এসময় ফিলিস্তিনির গাজায় শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় অন্তত ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ ১৫ হাজার ৩৩৮ জন আহত হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে, গাজার প্রায় ৬৯ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলের ভয়াবহ হত্যাযজ্ঞ ও যুদ্ধাপরাধের প্রতিবাদেই আজকের এই বিশ্বব্যাপী কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।