
পানির অপর নাম জীবন, তীব্র গরমে বাজারে আসা – যাওয়া পথচারী প্রতি জনগণকে এক গ্লাস ঠান্ডা শরবত ও একটি করে কেক খাওয়ানোই প্রধান লক্ষ্য,, মারমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব মহা সাংগ্রাইং শুরু হয়েছে। রি-আকাজা (জলকেলি) একে অপরকে পানি ছিটিয়ে পুরাতন বছরের সব দুঃখ, কষ্ট, গ্লানি ভুলে গিয়ে নতুন বছরকে বরণ করেন তারা। আগামী (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মারমা সাংস্কৃতিক সংস্থা মাসাসের উদ্যোগে জল উৎসবের সূচনা হবে।মহাসাংগ্ৰাই ২০২৫ উদযাপন উপলক্ষে নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ শ্রদ্ধেয় উঃ নাগাওয়াইসা মহাথেরোর সার্বিক সহযোগিতায় ও কাপ্তাই নারানগিড়ি বড় পাড়া সইং ও এয়ইং দল এবং এলাকাবাসী উদ্যোগে ৮ এপ্রিল মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাঙ্গালহালিয়া বাজারে আশা- যাওয়া পথচারীদেরকে শরবত খাওয়াচ্ছেন উপজাতীয় তরুণ তরুণীরা। শরবত খাওয়ানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইঅংপ্রু মারমা কারবারি,উথোয়াইসি মারমা,ক্যসুইথোয়াই মারমা,থোয়াইসাউ মারমা,মংস্যুসাইন মারমা, পাড়ার শতাধিক যুবক -যুবতীগণ। পাড়ার কারবারি সাঅংপ্রু মারমা বলে আমরা ৫ হাজার পথচারীদেরকে শরবত খাওয়ানোর উদ্যোগে গ্ৰহন করেছি।