
যশোরের ঝিকরগাছায় আল এক্বরা মডেল একাডেমির উদ্যোগে ফিলিস্তিনি মসুলমানদের উপর বর্বরোচিত গনহত্যার প্রতিবাদে “প্রোটেস্ট মার্চ” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) স্কুল প্রাঙ্গণ থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে গদখালি বাজার বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
আল এক্বরা মডেল একাডেমির প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লা আল মুহিত ফিলিস্তিনের মসুলমানদের উপর ইসরায়েলের ন্যাক্কার জনক হামলা ও গনহত্যার প্রতিবাদ জানিয়ে তার বক্তব্যে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা, অনতিবিলম্বে গনহত্যা বন্ধ করে, সারা পৃথিবীতে ইসরায়েলের পণ্য বয়কট করার আহবান জানান।
পথসভায় আরও বক্তব্য রাখেন আয়েশা হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ মিজানুর রহমান, আর এম রিসালাহ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক এস এম মশকুর আলম, ফুল চাষি ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মোঃ আবু জাফর। এসময় স্কুলের শিক্ষার্থী সহ স্থানীয় আরও অনেকে উপস্থিত ছিলেন।