
চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মৌলবীরচর করিম মৃধার ডাঙ্গী গ্রামের সরোয়ার মেন্বরের বাড়ীতে মঙ্গলবার বিকেলে এক উঠান বৈঠক করেছেন বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আ’লীগ ও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ এ উঠান বৈঠকের আয়োজন করেন।
এ উঠান বৈঠকের সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আঃ রশিদ মাষ্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের আহবায়ক এ্যাডভোকেট ইছাহাক মিয়া, যুগ্ন আহবায়ক ফকির মোঃ মোশারফ হোসেন, বেলায়েত হোসেন রুবেল ও আহসানুল হক মামুন। উঠান বৈঠকটি সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা আঃ লতিপ খান।
এ উঠান বৈঠকে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামসুল হক মোল্লা,ইউপি সদস্য সরোয়ার মৃধা, ছাত্রলীগ সভাপতি মোকাদ্দেস হোসেন, সেক্রেটারী সাইদুর রহমান, বোরহান উদ্দিন মোল্যা,প্রমূখ।
এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফরউল্লা বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে আবারো ভোট দিতে হবে। তিনি সকলকে দ্বিধা দ্বন্দ্ব, ভুলে একযোগে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। এ সময় তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন।