
পটুয়াখালীর কলাপাড়ায় ২০২৫ ইংরেজি সালের এসএসসি পরীক্ষায় দ্বায়িত্ব গ্রহণকারী শিক্ষকদের ০১ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(০৭ এপ্রিল) সকাল ১০টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম’র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন, চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব উল্লাহ লিটন, তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহাজুল ইসলাম, লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবনী কুমার রায় এবং ২টি কেন্দ্রের দ্বায়িত্ব গ্রহণকারী সহকারী শিক্ষকবৃন্দ।
বক্তারা আসন্ন এসএসসি পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু, ভয়হীন এবং শান্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন বলেন, আমাদের সকলকে মনে রাখতে হবে যেই বিদ্যালয়ের শিক্ষার্থীই হোকনা কেন, তারা কিন্তু আমাদের সন্তান। তারা ভালো করলে কলাপাড়ার সুনাম। আর খারাপ করলে তাও কলাপাড়ার শিক্ষক হিসেবে আমাদের ব্যার্থতা। তিনি কচিকাঁচা শিক্ষার্থীদের ভয়মুক্ত পরীক্ষা দেয়ার সুজোগ করে দেয়ার জন্য পরীক্ষা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।