
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বাদ আছর উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল উপজেলা সদর হয়ে নতুনহাট বাজার মোড়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা যুদ্ধবিরতি লংঘন করে বর্বরচিত হামলার তীব্র নিন্দা জানান। বক্তারা আরো বলেন, নিরপরাধ ফিলিস্তিনিদের উপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তারা ইসরাইলি পণ্য বয়কটের জন্য আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখার আমীর মাওলানা লবিবুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ইমনের পরিচালনায় বক্তৃতা করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, জামায়াত নেতা ডাক্তার রেজাউল কবির খান, জাহাঙ্গীর ফকির, মাওলানা হেকমত আলী
প্রভাষক আসাদুজ্জামান আসাদ, হাফেজ ক্বারী মাওলানা মামুনুর রশীদ, মোঃ সাইফুল ইসলাম, মোল্লা সেলিম রেজা, আজিম উদ্দিন, মাওলানা হেদায়েত উল্লাহ, মাওলানা মোঃ আব্দুল্লাহ, হাফেজ মাওলানা গোলাম রসুল, হাফেজ মোঃ সাইফুল ইসলাম, হাফেজ রবিউল ইসলাম, মাওলানা মোঃ আনিছুর রহমান, মোঃ সেলিম আজাদ, মোঃ মনিরুল ইসলাম, নাসিম সরদার, জসিম উদ্দিন, আব্দুল গাফফার, আল আমিন শেখ, মোঃ হুমায়ুন কবির, ডাক্তার সাইফুল ইসলাম।