
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ অধিকৃত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান নির্মম আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি প্রতীকী সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৭এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত পবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মুখে উক্ত প্রতীকি সমাবেশ অনুষ্ঠিত হয়।সংহতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, প্রো- ভিসি অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মোঃ আব্দুল লতিফ, প্রফেসর জামাল হোসেন, অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ, অধ্যাপক ড.শেখ আব্দুল্লাহ আল মামুন। কর্মকর্তাদের পক্ষ থেকে মাহফুজুর রহমান সবুজ। ছাত্রদের পক্ষ থেকে জয়ভাঙ্গি, খোকন, রাতুল ও তানভীর হোসেন প্রমুখ। ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।সভায় বক্তাগন ফিলিস্তিনের গাজা উপত্যকায় সর্বস্তরের জনগণের উপর ইসরাইলিদের অমানবিক নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং পাশাপাশি ইসরায়েলি ভিসা ও পন্য পরিহারের আহ্বান জানান।